Ticker

6/recent/ticker-posts

আব্বাসীয় যুগে ফিকাহ ও ফতোয়ার বিভাজন: দুটি ধারায় বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট

 


আব্বাসীয় শাসনামলে ইসলামী আইনশাস্ত্র এক নতুন বিকাশধারায় প্রবেশ করে। এই সময়েই ফিকাহ (তাত্ত্বিক আইনচর্চা)ফতোয়া (ব্যবহারিক আইন প্রয়োগ) পৃথক দুটি ধারায় বিভক্ত হয়ে যায়। সমাজ, রাষ্ট্র ও বিচারব্যবস্থার পরিবর্তিত বাস্তবতার কারণে মুজতাহিদ, ফকিহ ও মুফতিদের ভূমিকা ভিন্নতর হয়ে ওঠে। এই নিবন্ধে আব্বাসীয় যুগে ফিকাহ ও ফতোয়ার এই বিভাজনের কারণ, পটভূমি, প্রভাব এবং ইসলামী আইনশাস্ত্রের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব কোরআন–হাদিস ও ঐতিহাসিক সূত্রের আলোকে বিশ্লেষণ করা হয়েছে। ইসলামী ইতিহাস ও ফিকাহ জানতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা।

Post a Comment

0 Comments